৭। ব্যাকুল
অমন করে আছিস কেন মা গে
খোকারে তোর কোলে নিবি না গে ?
পা ছড়িয়ে ঘরের কোণে
কী-যে ভাবিস আপন মনে,
এখনে। তোর হয়নি চুল বাঁধ! ।
বৃষ্টিতে যায় মাথা ভিজে
জানল! খুলে দেখিস কী যে,
_ কাপড়ে যে লাগবে ধুলোকাদ! |
এ তো গেল চারটে বেজে
ছুটি হোলো ইস্কুলে-যে
দাদ! আসবে মনে নেইকো! সিটি ॥
বেলা অমনি গেল বয়ে
কেন আছিন অমন হয়ে
আজকে বুঝি পাসনি বাবার চিঠি ।
পেয়াদাট ঝুলির থেকে
সবার চিঠি গেল রেখে
বাবার চিঠি রোজ কেন সে গ্যায় না ।
পড়বে বলে আপনি রাখে
যায় সে চলে ঝুলি-কীখে,
পেয়াদাটা ভারি হুষ্ট স্তায়ন]।
মাগে। মা, তুই আমার কথা শোন,
ভাবিস নে মা, অমন সারাক্ষণ ।
কালকে যখন হাটের বারে
বাজার করতে যাবে পারে
কাগজ কলম আনতে বলিস ঝি-কে।.
দেখো ভূল করব না কোনো-__
ক খ থেকে মূর্ধন্ত ণ
বাবার চিঠি আমিই দেব লিখে।
কেন মা, তুই হাসিস কেন।
বাবার মতো! আমি যেন
অমন ভালে! লিখতে পারিনেকো,
লাইন কেটে মোটা মোটা
বড়ো বড়ো গোটা গোট।
লিখব যখন, তখন ভুমি দেখো ।
চিঠি লেখা হোলে পরে
বাবার মতে বুদ্ধি ক’রে
ভাবছ দেব ঝুলির মধ্যে ফেলে?
কখখনে। না, আপনি নিয়ে
যাব তোমায় পড়িয়ে দিয়ে,
ভালো চিঠি দেয় না ওরা পেলে ॥
