রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট কবিতা

৫। মাস্টার বাবু

-রবীন্দ্রনাথ ঠাকুর

আমি আজ কানাই মাস্টার
পোড়ে মোর বেড়াল ছানাটি।

আমি ওকে মারিনে মা, বেত
মিছি মিছি বসি নিয়ে কাঠি।
রোজ রোজ দেরি করে আসে,
পড়াতে দেয় না ও তো মন,
ডান পা! ভুলিয়ে তোলে হাই
যত আমি বলি “শোন শোন্‌।৮
দিন রাত খেলা খেল খেলা,
লেখায় পভায় ভারি হেলা
৬তীামি বলি–চ ছ জ ঝ এ,
ও কেবল বলে মিয়ে? মিয়ে।।

প্রথম ভাগের পাতা খুলে
আমি ওরে বোঝাই মা, কত-_
চুরি করে খাসনে কখনো
ভালো হোস গোপালের মতো ।।
যত বলি সব হয় মিছে
কথা যদি একটিও শোনে ।
মাছ যদি দেখেছে কোথাও
কিছুই থাকে না আর মনে |.
চড়াই পাখির দেখা! পেলে
ছুটে যায় সব পড়া ফেলে ।

যদি বলি চছজবঝঞ,
ছৃষ্টমি ক’রে বলে মিয়ে ।

আমি ওরে বলি বার বার,
পড়ার সময় তুমি পোড়ো-_
তার পরে ছুটি হয়ে গেলে
খেলার সময় খেলা কোরো ।
ভালো মানুষের মতো থাকে,
:. আড়ে আড়ে চায় মুখপানে,
এমনি সে ভান করে, যেন
যা বলি বুঝেছে তার মানে।
একটু স্বযোগ বোঝে যেই
কোথা যায় আর দেখা নেই।
আমি বলি-চ ছজঝঞ,
ও কেবল বলে- মিয়ে। মিয়ো )


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *