৪৪। সাধ
অরুণময়ী তরুণী উষ্।
জাগায়ে দিল গান।
পুরব মেঘে কনক-মুখী
বারেক শুধু মারিল উকি
অমনি যেন জগত ছেয়ে
বিকশি উঠে প্রাণ।
আসালোকে আজি করি রে স্সান,
ঘুমাই ফুল-বাসে,
পাখির গান লাগে রে যেন
দেহের চারিপাশে।
হৃদয় মোর আকাশ মাঝে
তারার মতো উঠিতে চায়,
আপন স্তখে ফুলের মতো
আকাশপানে ফুটিতে চায়,
নিবিড রাতে আকাশে উঠে
চারিদিকে সে চাহিতে চায়,
তারার মাঝে হারিয়ে গিয়ে
আপন মান গাহিতে চায়।
মেঘের মতো হারিয়ে দিশা
আকাশ-মাঝে ভাসিতে চায়,
কোথায় যাবে কিনার নাই,
দিবস নিশি চলেছে তাই,
বাতাস এসে লাগিছে গায়ে,
জ্যোছন! এসে পড়িছে পায়ে,
উড়িয়া কাছে গাহিছে পাখি,
মুদিয়া যেন এসেছে আখি,
আকাশ মাঝে মাথাটি থুয়ে
আসারামে যেন ভাসিতে চায়;
হৃদয় মোর মেঘের মতো!
মসাকাশ মাঝে ভাসিতে চায় ;.
ধরার পানে মেলিয়া আখি
উষার মতো হানসিতে চায়;
মেঃঘর হাসি ছড়ায়ে যায়,
বাতাসে হাসি গড়ায়ে যায়,
উষার হাসি ফুলের হাসি
কানন মাঝে ছড়ায়ে যায়।
হৃদয় মোর আকাশে উঠে
উবার মতো! ফুটিতে চায় ॥.
