৬। বিচার

আমার খোকার কত-যে দোষ
সে-সব আমি জানি,
লোকের কাছে মানি বা নাই মানি।
ছুষ্টামি তার পারি কিংবা
নারি থামাতে,
ভালোমন্দ বোঝাপড়া
তাতে আমাতে।
বাহির হতে তুমি তারে
যেমনি করো দৃষী,
যত তোমার খুশি;
সে-বিচারে আমার কী বা হয়।
খোকা বলেই ভালবাসি
ভালো বলেই নয়।
খোক। আমার কতখানি
সেকি তোমরা বোঝো ।
তোমরা শুধু দোষ গুণ তার খোজো!।
আমি তারে শাসন করি
বুকেতে বেঁধে,
আমি তারে কাদাই যে গো
আপনি কেদে ।

বিচার করি শাসন করি
করি তারে দূষী।
আমার যাহা খুশি ।
তোমার শাসন আমরা মানিনে গো ।
শাসন করা তারেই সাজে
সোহাগ করে যে গো ॥


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *