৪৭। ঘুম
ঘুমিয়ে পড়েছে শিশুগুলি এ
খেলাধুলা সব গেছে ভুলি ।
ধীরে নিশীথের বায় আসে খোল। জানালায়,
ঘুম এনে দেয় আখি-পাতে,
শয্যায় পায়ের কাছে খেলন। ছড়ানো আছে,
ঘুমিয়েছে খেলাতে খেলাতে ।
এলিয়ে গিয়েছে দেহ, মুখে দেবতার নেেহ,
পড়েছে রে ছায়ার মতন,
কালে! কালে! চুল তাঁর বাতাসেতে বার বার
উড়ে উড়ে ঢাকিছে বদন।
সারারাত সেহ-স্ুখে তারাগুলি চায় মুখে
যেন তারা৷ করি গলাগলি,
কত কী-যে করে বলাবলি ।
যৈন তার! আচলেতে আধারে আলোতে গেঁথে
হাসি-মাখা সুখের স্বপন
ধীরে ধারে ন্রেহ-ভুরে শিশুর প্রাণের পরে
একে একে করে বরিষন।
কাল যবে রবিকরে কাননেতে থরে থরে
ফুটে ফুটে উঠিবে কুসুম,
ওদেরো নয়নগুলি, ফুটিয়া৷ উঠিবে খুলি
কোথায় মিলায়ে যাবে ঘুম ।
প্রভাতের আলো জাগি যেন খেলাবার লাগি
ওদের জাগায়ে দিতে চায়,
আলোতে ছেলেতে ফুলে এক সাথে আখি খুলে
প্রভাতে পাখিতে গান গায় ॥

 
			 
			 
			 
			 
			