৩৯। বিচ্ছেদ

বাগানে এ ছুটে গাছে

ফুল ফুটেছে কত যে,
ফুলের গন্ধে মনে পড়ে

ছিল ফুলের মতো যে।
ফুল যে দিত ফুলের সঙ্গে

আপন সুধা মাখায়ে,
সকাল হোত সকালবেলায়

যাহার পানে তাকায়ে ।
সেই আমাদের ঘরের মেয়ে,

সে গেছে আজ প্রবাসে,

নিয়ে গেছে এখান থেকে

সকালবেলার শোভা জে
একটুখানি মেয়ে আমার

কত যুগের পুণ্য-যে
একটখানি সরে গেছে

কতখানিই শন্য যে ॥
বৃষ্টি পড়ে টুপুর টপুর

মেঘ করেছে আকাশে,
উবার রাডা মুখখানি আজ

কমন যেন ফ্যাকাশে ।
বাড়িতে-যে কেউ কোথা নেই,

ছুয়োরগুলো ভ্যাজানো,
ঘরে ঘরে খুজে বেড়াই

ঘরে আছে কে যেন।
ময়নাটি এ চুপটি ক”রে

ঝিমচ্ছে সেই খাচাতে
ভুলে গেছে নেচে নেচে

পুচ্ছটি তার নাচাতে ॥

ঘরের কোণে আপন মনে
শৃত্য পড়ে ।বছান।,

কার তরে সে কেদে মরে

সে কল্পন1 মিছা! না ।
বইগুলো সব ছড়িয়ে আছে

নাম লেখা তার কার গো ।
এমনি তার! রবে কি হায়,

খুলবে না কেউ আর গো ।
এটা আছে সেট! আছে

অভাব কিছু নেই তো
স্মরণ ক’রে দেয় রেযারে

থাকেনাকো সেই তো ।


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *