৩৫। নবীন অতিথি

(গান)

ওহে নবীন অতিথি,
তুমি, নৃতন কি’তুমি চিরন্তন ।

যুগে যুগে কোথা তুমি ছিলে সংগোপন ।
যত্নে কত কী আনি বেঁধেছিনু গহখানি,
হেথা কে তোমারে বলো করেছিল নিমন্ত্রণ ।
কত আশ! ভালবাসা গভীর হৃদয়তলে ।
ঢেকে রেখেছিনু বুকে, কত হাসি অশ্রজলে ;
একটি ন! কহি বাণী তুমি এলে মহারানী,
কেমনে গোপন মনে করিলে হে পদার্পণ ॥


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *