আপনারা এখানে সদস্য হিসাবে আপনার নিজের গাওয়া রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র কবিতা আবৃত্তি কিংবা কবি ও কবিতা বিষয়ক আলোচনা করতে পারবেন।
Rabindraআলয়ের নিয়মাবলী:
Rabindraআলয়-এ প্রকাশিত যেকোনো কবিতা পাঠ, রবীন্দ্র কবিতা বিশ্লেষণ, আবৃত্তি কিংবা কবি ও কবিতা বিষয়ক আলোচনা কিংবা মন্তব্যের পুরো কপিরাইট ও দায়ভার এর লেখকের, Rabindraআলয় কর্তৃপক্ষের নয়। এই ওয়েবসাইটে যে কোনরকম লেখা প্রকাশের ক্ষেত্রে নিম্নলিখিত নিয়মাবলী অবশ্যই মেনে চলতে হবে।
ক) সকল ক্ষেত্রে প্রযোজ্য নিয়মাবলী:
১) Rabindraআলয়-এ প্রকাশিত কবিতা পাঠ, আলোচনা ও মন্তব্য সহ যেকোনো লেখাই মার্জিত হতে হবে।
২) কোন রকম সাম্প্রদায়িকতা, ব্যক্তিগত আক্রমণ কিংবা কোন প্রচলিত রাষ্ট্রের বিরুদ্ধে অথবা কোন জাতি-ধর্ম-বর্ণের বিপক্ষে উস্কানিমূলক বক্তব্য প্রকাশ করা যাবে না, যা বিদ্বেষের সৃষ্টি করে।
৩) Rabindraআলয়-এ গালাগালি কিংবা অশালীন শব্দের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ এবং একাউন্ট ব্যান যোগ্য ।
৪) Rabindraআলয়-এ যেকোনো ধর্মীয় কিংবা সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধে আঘাত হেনে কিছু লেখা বা বলা যাবে না।
৫) Rabindraআলয়-এ কবিতার মাধ্যমে কিংবা আলোচনায় সংবেদনশীল যেকোনো বিষয়ে বক্তব্য উপস্থাপনে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, যেন তা কোনরকম বিতর্কের উদ্রেক সৃষ্টি না করে।
৬) কোনোভাবেই নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা অথবা বিপক্ষে সমালোচনা করা যাবে না যেটি বিদ্বেষ তৈরি করে ।
৭) কোনো দেশের স্বাধীনতা, অন্যান্য জাতীয় চেতনার পরিপন্থী কোন বক্তব্য রাখা যাবে না বা লেখা যাবে না।
৮) কপিরাইট আইন মেনে চলতে হবে। লেখা কোনভাবেই অন্য কারো লেখার পুরোপুরি কিংবা আংশিক কপি হওয়া চলবে না। লেখার মূল বক্তব্য অবশ্যই লেখকের নিজস্ব হতে হবে।
৯) Rabindraআলয়-এ পর্ণোগ্রাফি কিংবা যৌন-বিষয়ক যেকোনো লেখা এখানে পুরোপুরি নিষিদ্ধ যা একাউন্ট ব্যান যোগ্য।
১০) Rabindraআলয়-এ পুরোপুরি বিজ্ঞাপনমূলক কোন লেখা প্রকাশ অথবা মন্তব্য করা যাবে না।
১১) কবিতা রবীন্দ্র কবিতা, আবৃত্তি কিংবা কবি ও কবিতা বিষয়ক আলোচনা কিংবা অন্য যেকোনো লেখার কপি নিজের কাছে রেখে তারপর এখানে প্রকাশ করবেন। এখানে প্রকাশিত কবিতা বা লেখা সবসময় সংরক্ষণ করতে পারার কোনো নিশ্চয়তা আমরা দিচ্ছি না।
কোন কারণে ওয়েবসাইট থেকে আপনার কবিতা বা লেখা মুছে গেলে তার দায়ভার কর্তৃপক্ষ বহন করবে না।
১২) Rabindraআলয়-এ এমন কোনো বক্তব্য রাখা যাবে না যা অন্যদের ভায়োলেন্স, টেররিজম কিংবা যেকোনো জাতীয় বা আন্তর্জাতিক আইন ভঙ্গ করায় উদ্বুদ্ধ করে বা করতে পারে ।
১৩) Rabindraআলয়-এ কারও একাধিক লেখায় বা মন্তব্যে যদি নির্দিষ্ট কোনো দেশ-ধর্ম-জাতির বিরুদ্ধে হেইট স্পিচ পাওয়া যায়, তবে তাকে সরাসরি আসর থেকেই ব্যান করে দেয়া হবে।
খ ) Rabindraআলয়-এ সদস্যের একাউন্ট প্রসঙ্গে নিয়মাবলী:
১) Rabindraআলয়-এ একজন ব্যক্তির এখানে শুধুমাত্র একটি একাউন্ট থাকাই বাঞ্ছনীয়। তবে যদি কোন কারণে একাধিক আইডি রাখার প্রয়োজনীয়তা অনুভব করে থাকেন কেউ, তবে আমাদের অনুমতি সাপেক্ষে আমাদের জানিয়েই কেবল তা করতে হবে।
২) একই কম্পিউটার বা মোবাইল থেকে একাধিক নামে কেউ লগইন করে থাকলে তা মনিটর করার ব্যবস্থা যোগ করা আছে এই ওয়েবসাইটে। যদি দেখা যায় একই কম্পিউটার বা মোবাইল থেকে লগইন করে একাধিক নামে কেউ এখানে কোন বিতর্কে উস্কানি দিচ্ছে বা আসরের পরিবেশ অস্থিতিশীল করায় ভূমিকা রাখছে, তবে সব ক’টি আইডিই ব্যান করে দেয়া হবে।
৩) Rabindraআলয়-এ ছদ্মনামে একাউন্ট তৈরি করা নিষিদ্ধ না হলেও ছদ্মনামটি অর্থবহ ও পরিমার্জিত হতে হবে। আপত্তিজনক নামে কেউ এখানে একাউন্ট তৈরি করলে প্রথমে তাকে এব্যাপারে ইমেইলে জানানো হবে। তার কিছুদিনের মধ্যেও নামটির পরিবর্তন না করলে একাউন্ট ব্যান করে দেয়া হবে।
৪) Rabindraআলয়-এ সদস্যের প্রোফাইলে শুধুমাত্র সদস্যের নিজের ছবি দেয়া যাবে। অন্য কোনো ছবি প্রোফাইলে গ্রহণযোগ্য না। প্রোফাইলে ছবি যোগ করা বাধ্যতামূলক না হলেও সদস্যের পরিচিতির স্বার্থে ছবি যোগ করায় আমরা উৎসাহ দিয়ে থাকি।
৫) Rabindraআলয়-এ সদস্যের প্রোফাইলে শুধুমাত্র সদস্যের নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের (ফেসবুক, টুইটার বা লিঙ্কডইন) লিঙ্ক যোগ করা যাবে যদি সম্ভব হয়। অন্য কোনো ব্যক্তির বা পেজের লিঙ্ক এখানে দেয়া যাবে না, যা পুরোপুরি নিষিদ্ধ।
বিশেষভাবে মনে রাখবেন Rabindraআলয়-এ এসব নিয়মাবলীর বাইরেও ওয়েবসাইটের নীতি ও লক্ষ্যের সাথে সাংঘর্ষিক মনে হলে প্রয়োজন সাপেক্ষে Rabindraআলয় কর্তৃপক্ষ যেকোনো লেখা বা সদস্যের একাউন্ট ব্যান করার অধিকার রাখে। পাশাপাশি প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী এখানে উল্লেখিত নীতি সমূহের যেকোনো রকম পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করার ক্ষমতাও সংরক্ষণ করে Rabindraআলয় কর্তৃপক্ষ।
বিশেষভাবে মনে রাখবেন Rabindraআলয়-এ সদস্য হতে গেলে অবশ্যই Privacy Policy এবং Terms and Conditions মেনে চলতে হবে।
সদস্য হয়ে থাকলেআপনার লগইন নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। আমাদের সদস্য না হয়ে থাকলে সদস্য হিসাবে রেজিস্ট্রেশন করুন।
